সাইফ উল্লাহ:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ফেনারবাক ইউনিয়নের তেঘরিয়া ও বিনাজুড়া গ্রামে সহ বিভিন্নস্থানে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ইউপি সচিব অজিত রায় এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সহ সসভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল মুকিত চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, আওয়ামীলীগ নেতা জহিরুল হক তালুকদার, আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ,সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভীর কবির চৌধুরী সুমন । অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সেলবরষ ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান পাঠান প্রমুখ।
প্রধান অতিথি সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগ মোকাবেলায় সক্ষম। এছাড়াও সরকার হাওরের মানুষের জন্য কবরস্থান, ঈদগা, খেলার মাঠ, গ্রাম প্রতিরক্ষা দেওয়াল সহ সুনামগঞ্জ টু নেত্রকোণা উড়াল সেতুর কাজ অচিরেই উদ্ভোধন করা হবে।