স্টাফ রিপোর্টার::
১১ মার্চ সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগৈর উদ্যোগে মিছিল ও পথ সভা অনুষ্টিত হয়েছে। মিছিলটি জামালগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ হতে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে উপজেলা রেষ্টহাউজে এসে পথ সভায় মিলিত হয়। পথ সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহম্মেদ। উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সজিব’র সঞ্চালনায় অন্যাদের মাঝে বক্তব্য রাখেন, আল আমীন শুভ, তামিম আহমেদ চৌধুরী, সাদ্দাম হোসেন, সালেহ আহম্মদ, অয়ন, রাজীব আহম্মেদ প্রমুখ। বক্তরা বলেন, ১১ মার্চ জেলা সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী পালন করবেন। এবং বরুন কান্তি দে’কে সুনামগঞ্জ জেলা সভাপতি হিসেবে দেখতে চাই। কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেন’র আগামন উপলক্ষ্যে স্বাগতম জানিয়েছে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ।