স্টাফ রিপোর্টার::
স্বাস্থ্য খাতে দুর্নীতি লুটপাট ও মানুষের জীবন নিয়ে ব্যবসা করার প্রতিবাদে ধিক্কার দিবস পালন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলা । আজ রবিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) স্বাস্থ্য খাতে লুটপাট করোনাকালে মানুষের জীবন নিয়ে ব্যবসার ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী ধিক্কার দিবস পালন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সুনামগঞ্জ জেলা শাখা। অথর্ব স্বাস্থ্যমন্ত্রী,দুর্নীতিবাজ আমলাদের অপসারণ ,স্বাস্থ্য অধিদপ্তরের লুটেরা ঠিকাদারদের অবিলম্বে গ্রেফতার ও স্বাস্থ্য খাতে লুটপাট দুর্নীতি কঠোরভাবে বন্ধের দাবিতে কর্মসূচি পালন করে ।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সুনামগঞ্জ জেলার বিপ্লবী সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার এবং সঞ্চালনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি দুর্যোধন দাস দুর্জয় ।কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এড.আনোয়ার হোসেন সুমন,যুব ইউনিয়ন সিলেট শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিরঞ্জন দাস খোকন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির আহ্বায়ক শাহজালাল সুমন,যুব ইউনিয়ন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি আবু তাহের,ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক নিমাই সরকার ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন,কৃষক নেতা আফাজ উদ্দিন,যুব নেতা শাহ কামাল,কৃষক নেতা পান্ডব দে,লাইজু বেগম,আব্দুল মতিন,শাহীন মিয়া,আক্কাস আলী,উদীচী শিল্পী গোষ্ঠী নাট্য সম্পাদক পুলক রাজ,হোটেল শ্রমিক নেতা লিলু মিয়া,কৃষক নেতা বশির, আব্দুল লতিফ,হুমায়ূন আহমেদ,মনহর আলী,টিপু মিয়া,ছাত্র নেতা ঝলক,সৌরভ মিয়া,ঈশান,অমিত তালুকদার,অজয় দেব রিংকু ,মহিমা,প্রীতম দে প্রমুখ ।