দিরাই-শাল্লা প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাইয়ে থানা পুলিশ অভিযানে অবৈধ একনালা বন্দুকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত-রাতে দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুলইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জগদল ইউনিয়নের রায়বাঙ্গালী গ্রামে অভিযান চালিয়ে গ্রামের মৃত দোছ মোহাম্মদের পুত্র জিয়াউর রহমানের বাড়ী থেকে একনালা একটি অবৈধসহ তাকে ও একই গ্রামের ফজর মোহাম্মদের পুত্র জমিল মিয়াকে গ্রেফতার করে। দিরাই থানার এসআই জিয়া বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৮ সালের আমস্ এ্যাক্ট ১৯-এ ধারায় মামলা দায়ের করে আজ (বুধবার) সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে। দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে টার দিকে রায়বাঙালি গ্রামে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ একটি বন্দুকসহ জিয়াউর রহমান ও জামিল নামে দুজনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। গ্রামের সাবেক ইউপি সদস্য মনু মিয়া ও জাহির আলীর লোকজনের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, ধারণা করা হচ্ছে মারামারির উদ্দেশ্য অস্ত্র সংগ্রহ করা হয়েছে। তাদেরকে আজ (বুধবার) আদালতে সোপর্দ করা হয়েছে।