হাওর ডেস্ক::
যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪৫ লাখ ৬৮ হাজার ছয়শ ৩৫ জন এবং মারা গেছে এক লাখ ৫৩ হাজার আটশ ৪৫ জন। বর্তমানে কিছু রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে।
গতকাল বুধবার সে দেশে করোনায় এক হাজার চারশ ৬১ জনের মৃত্যু হয়েছে। সেই হিসেবে দেশটিতে গড়ে প্রতি মিনিটে এক জনের মৃত্যু হচ্ছে।
জানা গেছে, ক্যলিফোর্নিয়াতে ১৮৫ জন মারা গেছে গত ২৪ ঘণ্টায়, ফ্লোরিডায় মারা গেছে ২১৭ জন এবং টেক্সাসে ৩১১ জন। গত দুই মাস আগের তুলনায় বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। ১১ দিনেই মারা গেছে ১০ হাজারের বেশি মানুষ।
এদিকে সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৭১ লাখ ৯৫ হাজার চারশ ৬২ জন এবং মারা গেছে ছয় লাখ ৭০ হাজার তিনশ ১৭ জন।