স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ যুব ইউনিয়নের উদ্যোগে অসহায় ও বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সুনামগঞ্জ শহরের প্রিয়াঙ্গন কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে বাংলাদেশ যুব ইউনিয়ন, সুনামগঞ্জ জেলার উদ্যোগে িএই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডভোকেট এনাম আহমেদ, জেলা যুব ইউনিয়ন সভাপতি আবু তাহের মিয়া, যুব নেতা শাহ্ কামাল, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি দূর্যধন দাস দূর্জয়, ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সাধারণ সম্পাদক নিমাই সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, করোনাকালে সুনামগঞ্জ তিন বার বন্যা হয় যা এখন অব্যাহত আছে। শ্রমজীবী মানুষ, হত দরিদ্র মানুষেরা কর্মহীন হয়ে পড়ায় ও বন্যায় দূর্ভোগে দিন কাটাচ্ছেন। বন্যার্তের মাঝে নিয়মিত সরকারি ত্রাণ আশ্রয় কেন্দ্রে ও বাড়িতে বাড়িতে পৌছানো।এ সময় আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে বারবার বীজতলা ডুবে গেছে তাই কৃষকদের বীজ, সার কৃষি সামগ্রী বিনামূল্যে দেওয়া দাবি জানান। পাশাপাশি বৃত্তবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।