ধর্মপাশা প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশার হলদিয়া হাওরে কচুগাছের লতা তুলতে গিয়ে উত্তাল ঢেউয়ে হাওরে নৌকা চালিয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে মা ও ছেলে নিখোজ রয়েছেন। বুধবার দুপুরে হলদিয়া হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুজন হলেন কাঞ্চনা আক্তার (৪৫) ও তাঁর ছেলে কাঞ্চন মিয়া (১৪)। তাঁদের বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের ভাটগাঁও কান্দাবাড়ী গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কাঞ্চনা আক্তার ও তাঁর ছেলে কাঞ্চন মিয়াসহ একই গ্রামের বাসিন্দা রফিকুল মিয়ার ছেলে সোহান মিয়া (৮), মতলিব মিয়ার মেয়ে সাদিয়া আক্তার (৬) বুধবার সকাল ১০টার দিকে স্থানীয় হলদির হাওর লাগোয়া গোমাই নদের পাড়ে কচুগাছের লতা তুলতে যান। লতা তোলা শেষ হলে তাঁরা নৌকাযোগে নিজেদের বাড়িতে ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে প্রবল ঢেউয়ে নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়। এ সময় কাঞ্চনা ও তাঁর ছেলে কাঞ্চন পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। স্থানীয় লোকজন সোহান ও সাদিয়াকে উদ্ধার করতে সক্ষম হন।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান বেলা পৌনে দুইটার দিকে মুঠোফোনে বলেন, স্থানীয় লোকজন নিখোঁজ দুজনকে উদ্ধারে নানাভাবে চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এখন পর্যন্ত তাঁদের কোনো সন্ধান মেলেনি।