তাহিরপুর প্রতিনিধি::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকি উপলক্ষে তাহিরপুরে বৃক্ষরোপন কর্মসূচী, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে এবং উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেন, উপজেলা প্রশাসন, উপেজলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন, উপেজলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা যুবলীগ। পুস্পস্থবক অর্পন শেষে বৃক্ষ রোপন ও উপজেলা পাবলিক লাইব্রেরীতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুীষ্টত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি আলী মর্তুজা, সাধারন সম্পাদক অমল কান্তি কর, অফিসার ইনচার্জ, মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, উপজেলা যুবলীগ সভাপতি হাফিজ উদ্দিন, শ্রমিকলীগ সভাপতি বিলাল আমিন, উপজেলা কৃষকলীগ সভাপতি জিল্লুর রহমান, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক হাজী মুজিবুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ প্রমুখ।
অপরদিকে উপজেলার বাণ্যিজিক কেন্দ্র বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামীলীগ দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ আহ্বায়ক জুনাব আলীর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মোশারফ হোসেন তালুকদার, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সুজাত মিয়া, উত্তর বড়দল আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, বাদাঘাট ইউনয়ন যুবলীগ সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, ছাত্রলীগ নেতা রাহাত হায়দার প্রমুখ। এছাড়াও উপজেলার ৭ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে দিবসটি উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।