স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে চাল, ডাল,ময়দা,তৈল,পিয়াজ, আলু,চিড়া,মুড়ি,খাবার স্যালাইন ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লায়ন্স জেলা ৩১৫বি-১ এর আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোর্য়াটার লায়ন সাজুয়ান আহমদ,লায়ন গৌতম লাল দত্ত,লায়ন ফারুক আহমদ এমজেএফ, লিও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও আরসি হেডকোয়ার্টার লায়ন ইমরান আহমদ,আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের,কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার,কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত,জোন এ্যাডভাইজার লায়ন রুহুল আমিন প্রমুখ।
খাদ্র্য সামগ্রী বিতরণ শেষে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দরা বলেন,বিশ্বের সর্ববৃহৎ সেবা প্রদানকারী আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। ১০০শত বছরের অধিকাল থেকে লায়ন্স ক্লাবের সদস্যরা কাজ করছে মানবতার সেবা বিশ্বময় ছড়িয়ে দিতে। বিশ্বে যখনি প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে তখনি সর্বাগ্রে মানুষের পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।