স্টাফ রিপোর্টার::
‘অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যম্পিয়নশীপ ২০১৭’ ফাইনাল প্রতিযোগিতায় স্বাগতিক সুনামগঞ্জকে-১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুনামগঞ্জ জেলা দল। শনিবার বিকেলে সুনামগঞ্জ স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
গত ৯ মার্চ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে সুনামগঞ্জ জেলা ফুটবল এসোসিয়েশন সুনামগঞ্জে অনুর্ধ ১৮ জাতীয় চ্যাম্পিয়নশিপের আয়োজন করে। এতে ৮টি জেলা অংশ নিয়েছিল।
শনিবার বিকেল চারটায় খেলা শুরু হয়। আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা শুরু করে সুনামগঞ্জ ও সিলেট। প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সিলেট দল সুনামগঞ্জকে ১-০ গোলে পরাজিত করে। সিলেট দলের পক্ষে গোল করেন হাসান চৌধুরী সাকি।
‘অনুর্ধ-১৮ জাতীয় ফুটবল চ্যম্পিয়নশীপ ২০১৭’ ফাইনাল খেলা দেখতে শনিবার গুড়িগুড়ি বৃষ্টির মধ্যেই বিপুল দর্শক স্টেডিয়ামে আসতে শুরু করেন। বিকেল ৪ টায় শুরু হয় খেলা।
খেলা শেষে বিজয়ী সিলেট দলের হাতে পুরস্কার তোলে দেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন সেলিম, সুনামগঞ্জ ফুটবল এসোসিয়েশনের সভাপতি শাহ আবু জাকের প্রমুখ উপস্থিত ছিলেন।