তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে শনিবার সন্ধ্যায় বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম দারদার মিয়া (১৮)। সে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বিন্নারবন্দ গ্রামের আহাদ মিয়ার ছেলে।
দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মনাফ বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে বিন্নারবন্দ গ্রামের সামনে খেয়াঘাট পাড়ে হঠাৎ করে বজ্রপাত হলে দারদার মিয়া অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।