1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সুনামগঞ্জে পর্যটনমন্ত্রী মেনন: জঙ্গি নির্মূলে সরকার জিরো টলারেন্সে রয়েছে

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ মার্চ, ২০১৭, ১.৩৬ পিএম
  • ৪৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন জঙ্গিবাদ নির্মূলে সরকার জিরো টলারেন্সে রয়েছে। জঙ্গিদের কোন ছাড় নয়। তিনি বলেন, দেশের সব কয়টি বিমান বন্দরে আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকলেও এখন অধিকতর নিরাপত্তা ও তল্লাশি জোরদার করা হয়েছে। বাংলাদেশকে জঙ্গিবাদমুক্ত দেশ হিসেবে গড়ে তোলতে আপামর জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
রবিবার দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে একটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী রাশেদ খান মেনন। সিলেট ওসমানী বিমান বন্ধর আধুনিকায়ন বিষয়ে মন্ত্রী বলেন, সরকার সিলেট এমএজি ওসমানি বিমান বন্দরকে আধুনিকায়নের নানা উদ্যোগ নিয়েছে। একটি আন্তর্জাতিক মানের বিমানবন্ধর হিসেবে সিলেট এমএজি ওসমানী বিমানবন্ধরকে গড়ে তোলতে সরকার কাজ করছে বলে তিনি জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, ল-নপ্রবাসী নেতা আইয়ূব করম আলী প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!