স্টাফ রিপোর্টার::
স্যপ্রকাশিত লেখক-গবেষক কল্লোল তালুকদার চপলের আলোচিত ঐতিহাসিক গ্রন্থ ‘সুনামগঞ্জে বঙ্গবন্ধু ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৃহষ্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা পরিষদ হলরুমে এক জনাকীর্ণ অনুষ্ঠানে আলোচিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সুনামগঞ্জের সংসদ সদস্যসহ সুধীজন উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামীমা শাহরিয়ার, সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।
অতিথিবৃন্দ ঐতিহাসিক এই গ্রন্থ সুনামগঞ্জের রাজনীতি ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক সফরকে তুলে ধরায় লেখককে ধন্যবাদ জানান। এটি সুনামগঞ্জের ইতিহাসে একটি রাজনৈতিক আকরগ্রন্থ হিসেবে আখ্যায়িত করেন অতিথিবৃন্দ।