স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ নেতা জিসান এনায়েত রেজা চৌধুরীর উদ্যোগে কেন্দ্রীয় ছাত্র লীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন রচিত ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্র লীগ’ বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সুনামগঞ্জ ছাত্র লীগের মেধাবী কর্মী ও সুধীজনদের মধ্যে এই বিতরণ করা হয়।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শফিকুল আলম, জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু, জেলা ছাত্র লীগ নেতা তৌফিক ইসলাম, আমিনুল ইসলাম, আশরাফুল আলম সেতু, ওয়াসিম মাহমুদ, মেহেদি হাসান মাহি, প্রসেনজিৎ দে, মিঠুন দাস, সুমন আহমদ, বিনয় রাজন, তন্ময় সেন, মাহবুব আলম মাহি, সৃজন দেবনাথ, আলিরাজ প্রমুখ।
এসময় সুনামগঞ্জ জেলা ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।