বিশেষ প্রতিনিধি::
লটারির মাধ্যমে গত সপ্তাহে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বদলির পর এবার একইভাবে লটারির মাধ্যমে ইউনিয়ন সচিবদেরও বদলি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। ৬ সেপ্টেম্বর রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ ইউপি সচিবদের ৫৫জন ইউপি সিচবের বদলির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। এদিকে লটারির মাধ্যমে বদলির ঘটনায় জেলা প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন সুধীজন। চাকুরীজীবীরাও এ ঘটনাকে সাধুবাদ জানিয়েছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে প্রতি বছরই পছন্দের স্থানে বদলি হতে সরকারি চাকুরিজীবীরা উপরের মহল দিয়ে তদবির করেন। তাছাড়া অনেক নীরিহ চাকুরিজীবী আছেন যারা তদবির করাতে না পেরে অবহেলিত আছেন। এ কারণে বেকায়দায় থাকেন প্রশাসনিক কর্মকর্তারা। তাই সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বদলির ব্যতিক্রমী উদ্যোগ নেন। প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রথমে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের এবং গত ২৬ আগস্ট ইউনিয়ন সচিবদের বদলি বিষয়ে লটারি করেন। লটারিতে সবার নামের টোকেন লিখে প্রার্থীদের দিয়েই লটারি টানা হয়। এই প্রক্রিয়ায় সংশ্লিষ্টরা নিজেরাই বদলির লটারি টেনে নতুন কর্মস্থলের নাম ঘোষণা করেন। নানা প্রতিবন্ধকতার কারণে গত ৬ সেপ্টেম্বর রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ লটারির মাধ্যমে ইউনিয়ন সচিবদের বদলির তালিকা প্রকাশ করেন। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সবাইকে বদলির আদেশ দেওয়া হয়। ওইদিন কেউ যোগদান না করলে প্রশাসনিকভাবেই পদটি অবমুক্ত হয়ে যাবে বলে ঘোষণায় জানানো হয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, এই প্রক্রিয়ায় বদলির বিষয়টি সবাই মেনে নিয়েছেন। এতে স্বচ্ছতা রয়েছে। কারণ এসব বদলি নিয়ে অনেক কথা হয়। কিছু মানুষ সুবিদা নিলেও বেশিরভাগই বঞ্চিত থাকেন। তাই নিজেই টোকেন টেনে নিজের বদলি এলাকার নাম ঘোষণা করেন চাকুরীজীবীরা। আগামীতে অন্যান্য শাখায়ও লটারির মাধ্যমে বদলির প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করব।