নেত্রকোণা প্রতিনিধি::
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গুমাই নদীতে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪ শিশুসহ ১০জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর মধ্যে ১১ জন সাতার কেটে পারে উঠতে পারলেও প্রায় ১৫ জনের মত এখনও নিখোঁজ রয়েছে বলে ধারনা করছে প্রশাসন। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে কতজন নিখোঁজ তা এখনও জানা যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর থেকে প্রায় ৩৫ জন যাত্রী নিয়র যাত্রীবাহী একটি ট্রলার বারহাট্টার দশধার বাজারে যাচ্ছিল।
সকাল ৯টার দিকে কলমাকান্দা রাজনগর এলাকায় ট্রলাটি পৌছে। এ সময় পিছন দিক থেকে বালুবাহী বলগেট একই দিকে যাচ্ছিল।
পরে যাত্রীবাহী ট্রলাটি বলগেটটিকে ওভারটেক করতে যায়। এ সময় বলগেটের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয়রা ১০ জনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হচ্ছে, সুনামগঞ্জ জেলার মধ্যনগরের ৭ জন, ধর্মপাশার ২ জন এবং ১ জন নেত্রকোনার বাসিন্দা।
নেত্রকোনা জেলা প্রশাসক কাজী আব্দুর রহমান ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।