রাজু ভুঁইয়া, ধর্মপাশা::
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় মদপান করে মাতলামি ও এক নারীকে ভয়ভীতি দেখানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পুলিশ লিটন মিয়া নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের দক্ষিণ বীর গ্রামে।
ধর্মপাশা থানার ওসি মো. গোলাম কিবরিয়া বলেন. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২(গ) ধারায় আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।