মো আব্দুল শহীদ:
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের জালালপুর গ্রামে ছাতক বনাম সুনামগঞ্জ এর মধ্যে বাঘে-সিংহে হাডুডু খেলা লড়াই হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টায় পরিচালনা কমিটির উদ্দ্যোগে দিন ব্যাপি হাডুডু খেলায় ছাতক-সুনামগঞ্জের প্রায় ৭০ টি দল অংশ নেয়। পরিচালনা কমিটির মাধ্যমে জানা যায়, প্রতি বছরের ন্যায় এবারও খেলা অনুষ্ঠিত হয়। খেলায় লেফারীর দায়িত্ব পালন করেন আশ^াদ মিয়া। প্রথম পুরস্কার একটি গরু, দ্বিতীয় পুরস্কার একটি খাসি, তৃতীয় পুরস্কার একটি ট্রপি। হাডুডু খেলায় দুটি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় কয়েক হাজার দর্শক অংশ নেয়। এ উপস্থিত ছিলেন, পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি-সদস্য মো হাবিবুর রহমান, ইউপি-সদস্য মতিউর রহমান ও ইউসুফ জামান, আব্দুস সত্তার, লীল মিয়া, সানজব আলী, মোছব্বির, আলী, আনুর মিয়া, আনোয়ার হোসেন, নুর মিয়া, তাজ উদ্দীন, বদরুল মিয়া, সুবল চন্দ্র, বাবুল চন্দ্র, কানু সরকার, শামিম মিয়া, সাদির আলী, আব্দুস সালাম, কাওসার, আলী হোসেন, আছমত, আজিজ মিয়া, সাজিদুর, সামছুল ইসলাম, মোর্শেদ মিয়া, আশ^াব আলী, জয়সিন, নুরগনি, জিতু মিয়া, ফজলু মিয়া, রাশিদ আলী, মোশাহিদ মিয়া, মুক্তার মিয়া, শফিক মিয়া, রিজন মিয়া প্রমুখ।