শাল্লা প্রতিনিধি::
শাল্লায় নবাগত অফিসার ইনচার্জ নাজমুন হকের সাথে উপজেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে শাল্লা থানায় এসভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপূর্বে ওসি সজনুর মোরশেদ শাহীন উপজেলার ৪টি কথিত চোরের গ্রামে বসবাসরত সাধারণ মানুষকে চৌর্যবৃত্তি, চোলাই মদ তৈরি ও বিক্রিতে নিরুৎসাহিত করেন। বিষয়টি সাধারণ মানুষ ইতিবাচক হিসেবেই দেখেছিল। কিন্তু হঠাৎ ২ মাসের মাথায় ছাতক থানায় বদলী হয়ে যান সনজুর মোরশেদ শাহীন।
গত ১১ সেপ্টেম্বর তারই স্থলাভিষিক্ত হলেন নাজমুন হক। তিনিও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে সমাজে এই ধরনের অপরাধ প্রবণতা হ্রাস করতে তার পূর্বসূরির এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে তিনি জানান।
এক্ষেত্রে উপজেলার সকল সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন ওসি নাজমুন হক। পরে ঘুঙ্গিয়ারগাঁও বাজার কমিটির সদস্যদের সাথেও মতবিনিময় করেন তিনি।