স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পুষ্টি সমন্বয় কমিটি, সুনামগঞ্জ এর উদ্যোগে এবং কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন (সিআইফরএন) ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় মঙ্গলবার দুপুরে মাতৃদুগ্ধ সপ্তাহ (০৯-১৬ আগষ্ট), ২০২০ পালনের অংশ হিসাবে সিএইচসিপিদের জন্য অনলাইন ভিত্তিক এক অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ‘মাতৃদুগ্ধের গুরুত্ব এবং করোনাকালীন মা ও সেবাকর্মীদের করণীয়” শীর্ষক সিএইচসিপিদের এই অরিয়েন্টেশন উদ্বোধন করেন সিভিল সার্জন ও সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, ডাঃ শামস উদ্দিন। ওরিয়েণ্টেশনের উদ্দেশ্য তুলে ধরেন ডাঃ মোহাম্মদ আশরাফুল হক, ডেপুটি সিভিল সার্জন, সুনামগঞ্জ।
অতঃপর মাতৃদুগ্ধ এর পক্ষে প্রচারনা বৃদ্ধির লক্ষ্যে বৈশ্বিক ও স্থানীয় প্রচেষ্টা বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এম হাফিজুল ইসলাম, সিনিয়র টেকনিক্যাল কোর্ডিনেটর- এডভোকেসি এন্ড ক্যাপাসিটি বিল্ডিং, সিআইফরএন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ। এছাড়া করোনাকালীন সময়ে মাতৃদুগ্ধ দান অব্যাহত রাখার কৌশল ও পরামর্শ সম্পর্কিত তথ্যপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মোঃ হাসানউজ্জামান, টেকনিক্যাল ম্যনেজার, সিআইফরএন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ। তিনি তার উপস্থাপনা শেষে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্ন ও আলোচনা পর্ব পরিচালনা করেন।
অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, বিশম্ভরপুর, ডাঃ ফেরদৌস আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, শাল্লা, সুনামগঞ্জ। তারা সুনামগঞ্জ জেলার বিপুল সংখ্যক মাঠ পর্যায়ের সেবা প্রদানকারীদেরকে নিয়ে এই সময়োপযোগী ও অংশগ্রহণমূলক আয়োজনের প্রশংসা করেন এবং কেয়ার বাংলাদেশকে ধন্যবাদ জানান। আরো বক্তব্য রাখেন, নাজনীন রহমান, টিম লিডার, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ। উক্ত ওরিয়েন্টেশনে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর, বিশম্ভরপুর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর উপজেলার সংশ্লিষ্ট ৮৪ জন কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারগণ (সিএইচসিপি) অনলাইনের মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ করেন। সিআইফরএন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ প্রকল্পের টেকনিক্যাল অফিসারদের মধ্যে শ্রী অরুপ রতন দাশ, মোঃ আব্দুল আলীম, মোঃ আব্দুস শুকুর ও মোঃ নাজমুল হাসান উক্ত কর্মশালায় সক্রিয় অংশগ্রহণ করেন। এছাড়া কারিগরী সহযোগীতায় ছিলেন কেয়ার বাংলাদেশ এর আইসিটি অফিসার একরামুল হক। অনলাইনভিত্তিক এই কর্মশালাটি সঞ্চালন করেন মোঃ আলাউদ্দিন হোসেন, টেকনিক্যাল অফিসার, কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ।