স্টাফ রিপোর্টার ::
ভারতীয় ৪ লক্ষ রুপিসহ মো. আলাল উদ্দিন (৩০)-কে গ্রেফতার করেছে র্যাব। সে বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের আবুল বাশারের পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি, সুনামগঞ্জ ক্যাম্পের আভিযানিক দল। এতে নেতৃত্ব দেন র্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো. আব্দুল্লাহ। অভিযানকালে ধনপুর আসমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয় সংলগ্ন আইসিটি সেন্টার এন্ড ডিজিটাল স্টুডিওর ভেতরের কক্ষ থেকে অবৈধভাবে চোরাচালানকৃত ভারতীয় ৪ লক্ষ রুপি উদ্ধার করা এবং এর সাথে জড়িত মো. আলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এ সময় দুইটি মোবাইল ফোন ও ৩টি সিম কার্ডও জব্দ করা হয়।
র্যাবের কোম্পানি অধিনাক লে. কমান্ডার ফয়সল আহমদ জানান, উদ্ধারকৃত আলামতসহ আসামিকে বিশ্বম্ভরপুর থানায় মামলামূলে হস্তান্তর করা হয়েছে।