মোঃ মোশফিকুর রহমান স্বপন:
সুনামগঞ্জের মধনগর হতে যাত্রী বাহী একটি ট্রলার নেত্রকোনা জেলার কলমাকান্দা যাওয়ার পথে গুমাই নদীতে ট্রলার ডুবে গেলে ১০ নিহত হয়।নিহতদের গ্রামের বাড়ী মধনগর থানার মধ্যনগর ইউনিয়নের ইনাথনগর ( কামাউরা) এলাকায়।নিহত স্বজনদের নগদ অর্থ সাহায্য সহ সমবেদনা জানাতে সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ছুটে যান সুনামগঞ্জ -১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। তিনি নিহত পরিবারের মাঝে নগত অর্থ প্রদান এবং স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এদিকে নৌকা ডুবির ঘটনায় অলৌকিক ভাবে বেঁচে যাওয়া তৌফিক (১১) এর নিকট থেকে বিস্তারিত শুনেন সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। পরে তৌফিককে বিনা বেতনে পড়াশোনা করার সুযোগ করে দিতে স্হানীয় নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মধনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি এডঃ আব্দুল মজিদ তালুকদার, মধনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন, মধ্যনগর উপজেলা বাস্তবায়ন কমিটির সহ সভাপতি আব্দুর শহীদ আজাদ,রুহুল আমিন,সাধারণ সম্পাদক অমরেশ চৌধুরী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, ধর্মপাশা উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি নুরুজ্জামান সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।