1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন

সিলেট এমসি কলেজে গৃহবধু গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০, ৮.৪৩ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সিলেটের এমসি কলেজ ছাত্রবাসে স্বামীর সামনে গৃহবধুকে গণধর্ষনের প্রতিবাদে ও জড়িত দুষ্কৃতিকারী ধর্ষকদের দ্রুত গ্রেফতার আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিতে এবং দেশব্যাপি নারী নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে ধর্ষণ ও নির্যাতন বিরোধী জনগণ। শনিবার বিকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে ধর্ষণ ও নির্যাতন বিরোধী জনগণ এর আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে ধর্ষকদের গ্রেপ্তারের দাবি জানান তারা।
ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বক্তব্য রাখেন, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য্য, সমাজসেবক চন্দন দাস, সাংবাদিক শামস শামীম, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাবিব আহমেদ, যুব ইউনিয়ন নেতা নরেন ভট্টাচার্য্য, যুবলীগ নেতা মিন্টু চৌধুরী, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুব্রত সরকার, ছাত্রলীগ নেতা সুজন নন্দী প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন নরেন ভট্টাচার্য।
মানববন্ধনে বক্তারা দেশব্যাপি নারী নির্যাতন বন্ধে সরকারকে কঠোর ও সকল ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং কঠিন বিচার দাবি জানান। আইনের ফাক ফোকর দিয়ে যাতে অপরাধীরা বেরিয়ে আসতে না পারে সেদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
প্রসঙ্গত, গত শুক্রবার সন্ধ্যায় একটি প্রাইভেটকার যোগে স্বামীকে সঙ্গে নিয়ে এমসি কলেজে বেড়াতে আসেন ওই তরুণী। সন্ধ্যা হয়ে এলে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের ছয়কর্মী মিলে স্বামীসহ তরুণীকে তুলে নেন পার্শ্ববর্তী কলেজ ছাত্রাবাসে। পরে তারা স্বামীকে বেঁধে মারধর করে ওই তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!