স্টাফ রিপোর্টার::
সাভারে নীলা রায় হত্যা, খাগড়াছড়িতে প্রতিবন্ধি আদিবাসি কিশোরীকে গণধর্ষণ ও সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণের প্রতিবাদে সুনামগঞ্জে মহিলা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩ টায় শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্যরে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফা আশরাফি সম্পা’এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা উদীচীর সভাপতি নারী নেত্রী শীলা রায়, সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুব ইউনিয়নের সভাপতি আবু তাহের মিয়া, সাবেক ছাত্র নেতা মিন্টু চৌধুরী, অ্যাড. ফাতেমা আক্তার রেখা, জেলা মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক অমিতা রায়, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদ মনি, সাংবাদিক শহিদনুর আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় প্রতিদিন ধর্ষণের শিকার হচ্ছে আমাদের মেয়েরা। যারা বলেন, অভিভাবক সঙ্গে থাকলে ধর্ষণ হয় না তারা ভুলের মধ্যে আছেন। এমসি কলেজে মেয়েটির সঙ্গে তার স্বামী ছিলো। তবুও ধর্ষণ হতে হয়েছে। কারণ ধর্ষকরা জানে, এই দেশে ধর্ষণের বিচার হয় না। ধর্ষকরা কদিন পরই জামিনে ছাড়া পায়।
মানববন্ধনে বক্তার,া ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়ার দাবি জানান।