বিশেষ সংবাদদাতা::
সুনামগঞ্জের তাহিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায়
পল্লী বিদ্যুত ঠিকাদারের এক লাইন ম্যান ঘটনাস্থলেই মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের চানপুর-বারেকটিলা সড়কের রাজাই নামক স্থানে।
নিহত যুবকের নাম তরিকুল ইসলাম (৩৫)। সে পঞ্চগড় জেলার আটোয়ারী থানার আলোয়াখোয়া ইউনিয়নের নুহ ইসলামের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফ টিলার রমজান আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫) একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে চাঁনপুর বাজার থেকে বারেকটিলা যাওয়ার পথে অপর প্রান্ত থেকে আসা বিদ্যুতের ঠিকাদারের লাইনম্যান তরিকুল ইসলামকে রাজাই নামক স্থানে ধাক্কা দিলে সে রাস্তার পাশে থাকা গাছের মধ্যে ছিটকে পড়ে ও মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে ঘটনাস্থলেই সে নিহত হয় এবং মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আহত হয়।
পথচারীরা আহত চালকে উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতাল কমপ্লেক্স প্রেরণ করেন।
খবর পেয়ে রাত সাড়ে ৭ টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতর লাশ উদ্ধার করে।
ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ক্যাম্প ইনচার্জ এএসআই নজরুল ইসলাম জানিয়েছেন, মোটরসাইকেলের ধাক্কায় পল্লী বিদ্যুতের ঠিকাদারের এক লাইনম্যান নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে।