ছাতক প্রতিনিধি ::
ছাতকে তুচ্ছ ঘটনা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ১৫ ব্যক্তি আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জাহিদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির পানি নিস্কাশন ব্যবস্থা নিয়ে জাহিদপুর গ্রামের হাজী আলতাব আলী ও মৃত জবান উল্লার পুত্র মনছর আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার ভোরে ভারি বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানি সহজ নিস্কাশন বন্ধ থাকায় প্রতিপক্ষের বাড়ির আঙ্গিনায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি নিস্কাশন নিয়ে সকালে হাজী আলতাব আলীর পুত্র হাবিবুর রহমান ও মনছর আলীর মধ্যে বাক-বিতন্ডা ঘটে।
এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ ব্যক্তি আহত হয়।
আহতদের মধ্যে মখসুদ আলম, সুজন মিয়া, কাজল বিবি, তারেক আহমদ( প্রতিবন্ধি), সুফিয়া বেগম, রাহেল আহমদ, হাজী আলতাব আলী, ফেরদৌস আলম, সুন্দর আলী, সাকি বেগম মুরাদ আহমদ, রুকন মিয়াকে কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
খবর পেয়ে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই পলাশ দাস ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে সংঘর্ষে জড়িত থাকায় হাবিবুর রহমান (২০) ও মনছর আলী (৩৫) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এ ব্যাপারে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ এসআই পলাশ দাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।