স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ পৌর শহরের কালীবাড়ি এলাকার বাসিন্দা সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী পঙ্কজ কান্তি দাস স্মরণে শোকসভা করেছে সুনামগঞ্জ সরকারি কলেজ ৯৪ক্লাব (সুসক ৯৪ ক্লাব)। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির আবদুল হাই মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। প্রয়াত পঙ্কজ কান্তি দাস এই সংগঠনের অন্যতম সংগঠক ছিলেন। গত ১৩ সেপ্টেম্বর তিনি মারা যান।
সুসক ৯৪ক্লাবের আহবায়ক আমানুল হক রাসেলের সভাপতিত্বে ও সদস্যসচিব শহিদুল ইসলামের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নীলিমা চন্দ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট মনীষ কান্তি দে মিন্টু, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোহাম্মদ আমিরুল হক, সুসক ৯৪ ক্লাবের সদস্য অ্যাডভোকেট খলিল রহমান, মাসুম হেলাল, মোহাম্মদ মাসুদ আহমদ, অলিউর রহমান, ছায়াদ মিয়া, ওসমান গণী উত্তম, আশ্রাফ আলী, আবদুস সাহিদ প্রমুখ। শোকভার শুরতেই পঙ্কজ দাসের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শোকসভায় বক্তারা বলেন, ছাত্রজীবন থেকেই পঙ্কজ দাস শহরের নানা রাজনৈতিক, সামাজিক কর্মকা-ে যুক্ত ছিলেন। একজন দক্ষ সংগঠক ছিলেন তিনি। আন্তরিকতা দিয়ে সহজে মানুষকে আপন করে নিতেন। মানুষের যে কোনো সমস্যায় তিনি পাশে দাঁড়াতেন। সুনামগঞ্জ সরকারি কলেজের ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে সুসক ৯৪ ক্লাব গঠনে তার প্রধান ভূমিকা ছিল। তাঁর এই অকাল প্রয়াণ সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। শোকসভায় পঙ্কজ দাসের পরিবারের পাশে সব সময় থাকার অঙ্গীকার করেন সুসক ৯৪ ক্লাবের সদস্যরা।