তাহিরপুর প্রতিনিধি::
জেলার তাহিরপুর উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ, ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন’ শ্লোগান নিয়ে মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা প্রশাসনের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সৈয়দ আমজাদ হোসেন।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন তাহিরপুর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম ,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একরামুল হোসেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মনোলাল রায়, উপ সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুব্রত দাস প্রমুখ।
সভায় বক্তারা বলেন, রাস্ট্রের বিভিন্ন পরিকল্পনা ও সিদ্ধান্ত সঠিকভাবে বাস্তবায়নের জন্য সঠিক তথ্য পাওয়া খুবই গুরুত্বপূর্ন। শিশু জন্মের ৪৫ দিনের মধ্য নিবন্ধন হলে সরকারি বিভিন্ন পরিকল্পনা গ্রহনে সহায়ক হয় এবং শিশুরা সরকারি বিভিন্ন কর্মসূচীর সুবিধা পায়। তাই জন্ম ও মৃত্যুর দ্রুত নিবন্ধনের উপর গুরুত্বারোপ করা হয় সভায়।