স্টাফ রিপোর্টার::
সিলেটে জঙ্গিদের গ্রেণেড বিষ্ফোরণে নিহত পুলিশের পরিদর্শক চৌধুরী আবু কয়সর দীপুর মরদেহ সুনামগঞ্জে এসে পৌছেছে। রবিবার বিকেল ৫টায় শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় তার নিজ বাস ভবনে লাশ এসে পৌছলে শহরের মানুষজন প্রিয় এই মানুষটিকে শেষ দেখা দেখতে জড়ো হোন। পুলিশ প্রশাসসনসহ সর্বস্তরের জনতা মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। বাদ মাগরিব সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে যানাযা শেষে তাকে গাজীর দরগা গোরস্তানে দাফন করা হবে।
সুনামগঞ্জে স্বজনদের কাছে লাশ হস্থান্তর করেন সুনামগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ।
উল্লেখ্য শনিবার সন্ধ্যা রাতে সিলেটে জঙ্গিদের ছোড়া গ্রেণেঢে নিহত হন সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের সংগঠক চৌধুরী আছদ্দর আলী মোক্তারের ছেলে সিলেট মেট্রোপলিটন পুলিশের পরিদর্শক চৌধুরী আব কয়সর মোহাম্মদ দীপু।