বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জে জগন্নাথপুরে বখাটের যন্ত্রণায় বাড়ি থেকে পালিয়ে থাকা স্বামী পরিত্যক্তা তরুণির বাবা আনোয়ার মিয়াকে মারপিঠের ঘটনায় প্রধান আসামী শামীম আহমদকে ৭ এবং অন্য ৫ আসামীর ১ দিন করে রিমা- মঞ্জুর করেছেন আদালত। রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা জজ আদালতের জগন্নাথপুরের বিচারক শুভদীপ পাল এই আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর সেলিম নেওয়াজ জানান, পুলিশ গ্রেপ্তারকৃত গোতগাঁও গ্রামের শামীম আহমদের ১০ দিন এবং লিটন মিয়া, আক্কাই মিয়া, দিলাক মিয়া, নোয়াগাঁও গ্রামের কাজল মিয়া ও খাঁনপুর গ্রামের আলম হোসেনকে ৫ দিনের রিমা-ে নেবার আবেদন জানায়। আদালত শামীম আহমদের ৭ দিন এবং অন্যদের ১ দিন রিমা-ে নেবার আদেশ দেন।
সুনামগঞ্জের জগন্নাথপুরের গুতগাঁওয়ে বখাটেরা স্বামী পরিত্যক্ত তরুণিকে নানাভাবে যৌন নিপীড়ন করছিল। বখাটের ভয়ে মেয়েটি বাড়ি ছেড়ে নবীগঞ্জের অভয়নগরে লুকিয়েছিল। মেয়েটিকে বাড়ি না পেয়ে গত সোমবার রাত ১ টায় বাড়িতে ঢুকে বাবাকে ধরে নিয়ে গিয়ে বেধরক মারপিঠ করে বখাটেরা। ঘটনায় জড়িত প্রধান আসামী শামীম আহমেদসহ ৬ বখাটেকে ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে এবং আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছেন। এই ঘটনায় পরদিন নির্যাতিতা বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় ধর্ষণের অভিযোগও আনা হয়েছে।