স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। ২১ অক্টোবর বুধবার দুপুরে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের ব্যক্তিগত সহকারি হাসনাত হোসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিয়ে সবাইকে মন্ত্রীর করোনা নেগেটিভ বিষয়টি অবগত করেছেন।
উল্লেখ্য গত ১৩ অক্টোবর পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান করোনায় আক্রান্ত বলে তার মন্ত্রণালয় থেকে বিষয়টি জানানো হয়েছিল। করোনার উপসর্গ তার মধ্যে না থাকলেও বয়স বিবেচনায় মন্ত্রীকে সিএমএইচ-এ ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসা নিয়ে তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠছেন। তবে ডাক্তাররা তাঁকে সাবধানে থাকার কথা জানিয়ে কিছুদিন পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ করেছেন।