স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদ্যপ্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জেলা পরিষদ সদস্য নূরুল হুদা মুকুট। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দিরাই উপজেলার বিভিন্ন এলাকায় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। পরে নূরুল হুদা মুকুট কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সঙ্গেও পৃথকভাবে প্রচারণায় যোগ দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোের্ডের পরিচালক ও আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
নূরুল হুদা মুকুট আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তাকে নির্বাচিত করতে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের বিভেদ ভুলে কাজ করে যাওয়ার আহ্বান জানান।