জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর সদর বাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে প্রায় অর্ধলক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম এবং সুনামগঞ্জ র্যাব-৯ এর এএসপি আব্দুল্লাহ আল মামুনের যৌথ নেতৃত্বে বাজার মনিটরিং ও ভেজালবিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়ানোসহ বিভিন্ন অপরাধে ৬টি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ফুলকলিকে ৩ হাজার টাকা, মাহিমা রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা, মিতালী রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা, হাবিব ভেরাইটিজ স্টোর-৩ কে ১০ হাজার টাকা, ফিজা এন্ড কোম্পানিকে ৫ হাজার টাকা ও হাবিব ভেরাইটিজ স্টোর-১ কে ৩ হাজার টাকা নগদ জরিমানা ও তা আদায় করা হয়।