স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ ইউনিউটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মাসুক আলম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো.আব্দুল হক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ১১ টা থেকে জেলা আইনজীবী সমিতি ভবনের ৩য় তলায় ভোট গ্রহন শুরু হয়ে চলে দুপুর ২ পর্যন্ত। ৯৬ জন ভোটারের বিপরীতে নির্বাচনে সভাপতি পদে ৫১ ভোট পেয়ে অ্যাড মাসুক আলম নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অ্যাড. মল্লিক মো. মঈন উদ্দিন আহম্মেদ পান ৩৯ ভোট । সাধারণ সম্পাদক পদে অ্যাড মো. আব্দুল হক ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী ছিলেন অ্যাড আমিরুল হক পান ৩৭ ভোট। এছাড়া নির্বাচনে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. আব্দুল মজিদ জুয়েল ৩০ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাড. মো. সালেহ আহমদ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনের ভোট গ্রহন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুনামগঞ্জ ইউনিউটের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ভোটার ও নির্বাচন কমিশনের সম্মতিক্রমে সিনিয়র সহসভাপতির শুন্য পদে অ্যাডভোকটে মল্লিক মো.মঈন উদ্দিন আহম্মেদ কে নিবাচিত করা হয়।
এসময় সম্মেলন প্রধান অথিতির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ব্যারিষ্টার কায়সার কামাল,এয়াড়াও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া,জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য অ্যাড. আশিক উদ্দিন আশিক, অ্যাড.নুরুল ইসলাম,ওবায়দুর রহমান ফাহমি,অ্যাড. আমিনুল ইসলাম,জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল,নবনিবাচিত সভাপতি মাসুক আলম, সাধারণ সম্পাদক অ্যাড মো. আব্দুল হক প্রমুখ।
নির্বাচনে প্রধান নিবার্চন কমিশনারের দায়িত্ব পালন করেন ব্যারিষ্টার কায়সার কামাল, নিবার্চন কমিশনার অ্যাড মো. শামছুর রহমান, অ্যাড. আবুল কালাম আজাদ,অ্যাড মজাদ চোধুরী।