স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-২ আসনের (দিরাই-শাল্লা) উপ-নির্বাচনের নির্বাচনী সামগ্রী ভোট কেন্দ্রে পৌঁছানোর কাজ শুরু হয়েছে। বুধবার বেলা ১২ টা ১১০টি ভোট ভোট কেন্দ্রের পুলিং অফিসারকে দিরাই উপজেলা কার্যালয় থেকে ব্যালট পেপার, সিল, ভোটের বাক্সসহ নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। কড়া পুলিশ প্রহড়ায় প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌঁছে দেয়া হয়।
নির্বাচন অফিসার জানান, দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। দুই উপজেলা, একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনের ভোট কেন্দ্র ১১০টি। নির্বাচন সুষ্টু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবধরনের নিরাপত্তামূলক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।
আগামীকাল বৃহস্পতিবার এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আ. লীগের প্রার্থী জয়া সেন গুপ্তের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সায়েদ আলী মাহবুব হোসেন প্রতিদ্বন্ধিতা করছেন।