জামালগঞ্জ প্রতিনিধি::
মজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, মজিব বর্ষের মুলমন্ত্র কমিউনিটি সবর্ত্র এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে- ২০২০ উদযাপন করা হয়েছে। শনিবার সকালে জামালগঞ্জ থানার চত্বরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি সাইফুল আলম। ওসি (তদন্ত) আমিনুল ইসলাম এর সঞ্চালনায়, প্রধান অতিথি সিনিয়র এএসপি (সার্কেল) বাবুল আখতার। বিশেষ অতিথি জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব এম নবী হোসেন, ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, মো. দুলাল মিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন এসআই মোশারফ, জিয়াউল হক, গোলাম সারোয়ার, আব্দুল বাতেন, সোহাগ সরকার, দেলোয়ার হোসেন, এএসআই আব্দুল হামিদ, মহিবুল ইসলাম, বাদল মিয়া, তারেকুল ইসলাম, শাহীনুর রহমান, আল আমিন সহ কমিউনিটি পুলিশিং ওয়াড, ইউনিয়ন ও উপজেলার সদস্য বৃন্দ।