স্টাফ রিপোর্টার::
বাংলাদেশ আদিবাসী ফোরামের আয়োজনে আদিবাসী যুবদের নিয়ে দিন ব্যাপী আঞ্চলিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার তাহিরপুরের রাজাই গ্রামে এ কর্মসূচি পালিত হয়। সেমিনারে স্থানীয় আদিবাসী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা আদিবাসী অধিকার আদায়ের জন্য একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সকল আদিবাসী যুবদের একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। সেমিনারে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা থেকে গারো, হাজং, বানাই ও খাসিয়া সম্প্রদায়ের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক রিপন চন্দ্র বানাই, কোষাধ্যক্ষ ও আদিবাসী নেতা এন্ড্রু সলমার, রাকেশ হাজংসহ অন্যান্য নেতৃবৃন্দ।