স্টাফ রিপোর্টার:
বৃষ্টির কারণে সকাল ১১টা পর্যন্ত দিরাই-শাল্লার ১১০ ভো কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম ছিল। তবে এর পরে আকাশে রোদের দেখা মিলায় উপস্থিতি বাড়ছে। তবে এখনো দীর্ঘ সাড়ি কোন ভোট কেন্দ্রে দেখা যায়নি।
আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেন গুপ্তা দিরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে বেলা ১১টায় এবং স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন তার নিজ এলাকা শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন।
এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় টহল দিচ্ছে। স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন নিয়ে কোন অভিযোগ করেননি।