স্টাফ রিপোর্টার::
রাত ৯টা ৫৪ মিনিটে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ১১০টি ভোট কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী ড. জয়া সেনগুপ্তা ৯৬ হাজার ৯৯৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার একমাত্র প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন সিংহ প্রতীকে ৪০ হাজার ৯২৯ ভোট পেয়েছেন। ৫৫ হাজার ৬৬ ভোট বেশি পেয়ে আওয়ামী লীগ প্রার্থী ও সুরঞ্জিত পতœী ড. জয়া সেনগুপ্তা নির্বাচিত হন।
উল্লেখ্য মধ্যপ্রাচ্যপ্রবাসী ধনকুবের ছায়েদ আলী মাহবুব হোসেনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছিল জেলা বিএনপি।