1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জে এসডিজি বাস্তবায়ন নিয়ে টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ১০.৩৬ পিএম
  • ২০৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও জাতিসংঘ ঘোষিত ২০২০ এজেন্ডা বাস্তবায়ন বিষয়ে সুনামগঞ্জে সরকারের সব বিভাগের কর্মকর্তা, স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধি ও সাংবাদিকসহ সচেতন নাগরিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় এসডিজি অর্জন ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান সংশ্লিষ্টরা। তাছাড়া এসডিজি অর্জনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান, আফগানিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে আছে বলে জানান বক্তারা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইউনিট সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহযোতিায় কর্মশালাটি বাস্তবায়ন করে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিতে ও সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক বিভাগের মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ প্রধান অতিথির বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক পরিচালক আশরাফ উদ্দিন, আলী নেওয়াজ রাসেল, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, এডভোকেট শফিকুল আলম প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নে ১৭টি লক্ষ্যকে সামনে রেখে সরকার আন্তরিকভাবে কাজ করছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তা নিয়ে অভিষ্ট্য লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। দারিদ্র্য অবসান, খাদ্য নিরাপত্তা ও পুষ্টিমান অর্জন, নবজাতকের মৃত্যুহার কমানো, প্রাথমিক-মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, সবার জন্য নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা করা, বাল্যবিয়ে বন্ধ, উৎপাদনশীল কাজে নারী অংশগ্রহণ বৃদ্ধিকরণ, বেকারত্বের হার কমানো, অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মাণ, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ব্যবস্থাগ্রহণসহ নানা বিষয়ে কাজ করে জাতিসংঘ ঘোষিত অভিষ্ট লক্ষে পৌঁছতে সরকারি ও বেসরকারি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। কর্মশালায় সুনামগঞ্জ জেলায় কর্মরত সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাসহ সুধীজন উপস্থিত ছিলেন। তারাও এসডিজি বাস্তবায়নে নানা পরামর্শ দেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!