দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতি সুনামগঞ্জ এর উদ্যোগে সংবর্ধ্বনা ও কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে সুনামগঞ্জ শহরের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজোতি পাঠাগার মিলনায়তনে সমিতির সভাপতি ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহসভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও এ্যাড ছাইদুর রহমান তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধ্বনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান আলহাজ¦ আইয়ুব বখত জগলুল, সাবেক সংসদ সদস্য জেলা জাপা’র সাকে সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা এ্যাড.বজলুল মজিদ চৌধুরী খসরু, সাবেক জেলা সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, এ্যাড. চান মিয়া, জেলা পরিষদ সদস্য আমিনুল ইসলাম সেলিম, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, ইউপি চেয়ারম্যান আমীরুল হক, ফারুক আহমদ, আবু হেনা আজিজ প্রমুখ। এসময় বক্তারা দোয়ারাবাজার উপজেলার শিক্ষার মান উন্নয়নে কাজ করার আহবান জানান।