বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুরের হতদরিদ্র দিনমজুর পরিবারের গৃহিণীকে বারবার ধর্ষণ চেষ্টা ও শ্লীলতাহানীর ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় বিচারের দাবিতে নির্যাতিত পরিবারটি মানববন্ধন করেছে। শনিবার দুপুর ২টায় সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে নির্যাতিতা গৃহবধু, স্বামী, শাশুড়ি ও দুই শিশু সন্তান অংশ নেন। তীব্র রোদ মাথায় নিয়ে শহিদ মিনার বেদির নিচে প্রায় আধাঘন্টা ব্যাপী মানববন্ধনে কান্নার রোল তুলেন নির্যাতিত পরিবারটি। এসময় নারীনির্যাতনকারী আনন্দপুর গ্রামের বখাটে প্রজেশ দাসের বিচারের দাবি জানান পরিবারের লোকজন।
মানববন্ধনে নির্যাতিত নারীর স্বামী জানান তিনি দিনমজুর কৃষিশ্রমিক। ভাঙ্গা ঘরে থাকেন। প্রতিবেশি প্রজেশ দাস গত ২১ নভেম্বর রাতে ঘরে ডুকে স্ত্রীকে ধর্ষণ চেষ্টা করে। এসময় তার মা ও বাবা ও স্ত্রী শোরগোল করায় প্রজেশ পালিয়ে যায়। এ ঘটনায় তিনি শাল্লা থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে এসআই সেলিম মিয়া গালমন্দ করে। এসআই বাদীর কাছ থেকে সুবিধা নিয়ে এবং বিবাদী প্রভাবশালী হওয়ায় তিনি শাল্লায় বিচার পাচ্ছেন না। এখন নিরুপায় হয়ে সুনামগঞ্জ শহিদ মিনারে প্রতিবাদ করেছেন। তিনি অবিলম্বে প্রজেশের বিচারসহ এসআই সেলিমের পদত্যাগ দাবি করেন।