1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন

চৌধুরী মুমতাজসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে সুনামগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

  • আপডেট টাইম :: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০, ৩.৪১ পিএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সিলেটের আঞ্চলিক দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমূলক মামলা করা প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা।গতকাল রবিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধনে সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন। সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি দৈনিক সমকাল ও এটিএন বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দে’র সভাপতিত্বে ও দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানবববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ শামীম, সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমান, দৈনিক প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিলুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চ্যানেল আই এর জেলা প্রতিনিধি অ্যাড. এ,কে,এম মহিম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক চ্যানেল এসের জেলা প্রতিনিধি আকরাম উদ্দিন, প্রেসক্লাবের ক্যোষাধ্যক্ষ চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি অ্যাড. এ,আর জুয়েল, প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এনটিভির জেলা প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, প্রেসক্লাবের সমাজকল্যাণ সম্পাদক দৈনিক বিজয়ের কণ্ঠের জেলা প্রতিনিধি আ. শহীদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারি সম্পাদক অ্যাড. মাহবুবুল হাসান, দৈনিক একাত্তরের কথার জেলা প্রতিনিধি চৌধুরী আহমেদ মুজতবা রাজি, দৈনিক সুনামগঞ্জের খবরের আসাদ মনি প্রমুখ।মানববন্ধনে বক্তারা সিলেটের আঞ্চলিক দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমূলক মামলার দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রসঙ্গত, সংবাদ প্রকাশের জের ধরে সিলেটের দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদসহ ১৮ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!