স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে আদালত প্রাঙ্হন থেকে মামলার হাজিরার জন্য নিয়ে আসা স্ত্রী হত্যা মামলার আসামি পালিয়ে গেছে। ঘটনায় ৫ পুলিশ প্রত্যাহার করা হয়েছে। গঠিত হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। বৃহস্পতিবার সকালে কোর্ট পুলিশে কর্মরত ২ জন এটিএসআই ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়।
জানা যায়, বুধবার বিকালে আদালত থেকে কারাগারে নেয়ার পথে ইকবাল হোসেন নামে স্ত্রী হত্যা মামলার এই আসামি পালিয়েছে বলে জানা যায়। সে ২০১৭ সালে দায়েরকৃত স্ত্রী মনোয়ারা বেগম হত্যার মামলার প্রধান আসামি হিসেবে সুনামগঞ্জ কারাগারে হাজতবাসে ছিলো। ইকবাল দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তেংগের গ্রামের রমজান আলী ছেলে। ধারণা করা হচ্ছে বিকেলের দিকে কোর্ট থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে পালিয়েছে। তবে কি ভাবে হঠাৎ করে আসামী পালিয়ে গেল তা বলতে পারেনি পুলিশ।
আসামিকে গ্রেপ্তারে পুলিশ সাড়াশি অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার মো. মিজানুর রহমান।