1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মুক্তিযুদ্ধবিরোধী ও রাজাকারবান্ধব মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক ।। অবিনয় মুস্তফী

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০, ১.০২ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

১৯৭১-য়ে বাঙালির প্রতিরোধ যুদ্ধ, হানাদারদের বিরুদ্ধে মরণপণ লড়াই, ৩০ লক্ষ প্রাণ বিসর্জন, সাড়ে চার লক্ষাধিক মা-বোনের ইজ্জতের দাম চুকিয়ে শেষ পর্যন্ত স্বাধীনতা অর্জনের ইতিহাস বাঙালিকে বিশ্ব ইতিহাসে গৌরবাণি¦ত করে বীরের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তারপর এখন থেকে ১ বছর কম অর্ধশতাব্দী অতিক্রান্তের পরও জাতিগত কষ্ট ছাড়ে না এই জাতিকে। এই জাতির ভেতেরে বিশ্বাসঘাতকরা যেমন একাত্তরের সময়ে ছিল এখনও তারা রয়েই গেছে এবং ক্রমাগত বিরোধিতা তারা করছেই, বিভিন্ন রকমফেরে তার প্রকাশ ঘটছে যত্রতত্র। এই কষ্ট জাতির অন্তরে কাঁটার মতো বিদ্ধ হয়ে আছে। ইদানিং তারা (দেশের ভেতেরে ঘাপটি মেরে বসে থাকা বিশ্বাসঘাতকরা) জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় হাত লাগিয়েছে এবং স্থানীয় পর্যায়ে দিরাই-শাল্লার পরিপ্রেক্ষিতে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের বিরোধিতায় তৎপর হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙায় যারা হাত লাগিয়েছে তারা মাদ্রসার শিক্ষক ও ছাত্র জাতীয় নব্যরাজাকার এবং দিরাই-শাল্লায় যারা একাত্তরের বীরাঙ্গনা নারীর মুক্তিযোদ্ধা স্বীকৃতির বিরোধিতাসহ মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করছে তারা (অবশ্য সকলে নয়) তথাকথিত মুক্তিযোদ্ধা অর্থাৎ চূড়ান্ত অর্থে নব্যরাজাকার। তারা (এই নব্যরাজাকাররা) মুক্তিযুদ্ধের পরপরই রহস্যজনক কারণে দিরাই শাল্লার শক্তিশালী ও ধনাঢ্য রাজাকার গোষ্ঠীর চামচা হয়ে গিয়ে স্বাধীন দেশের একটি নির্দিষ্ট এলাকায় রাজকার রাজত্ব কায়েমে সক্রিয় হয়ে উঠে এবং বিপরীতে মুক্তিযোদ্ধা ও ববীরাঙ্গনা পরিবারগুলোর সার্বিক বিরুদ্ধাচরণকে নিজেদের কর্তব্য বিবেচনা করে এবং এখনও করছে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এই সত্য প্রতিপন্ন হয়। এমনি একটি ঘটনা ঘটেছে গত সোমবার দুপুরে, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে। দৈনিক সুনামকণ্ঠের প্রতিবেদন (০৭ ডিসেম্বর ২০২০) থেকে জানা যায় যে, নিজ এলাকা পেরুয়ার সদ্যপ্রয়াত একাত্তরে নির্যাতিত নারী গীতা রায়ের জামুকার তদন্তের বিষয়ে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গীতা রায়ের স্বজনদের সঙ্গে উপস্থিত ছিলেন কমরেড অমরচান দাস। এমসয় অমরচান দাসকে দেখে বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান হঠাৎ উত্তেজিত হয়ে উঠেন এবং অমরচান দাসকে কুরুটিপূর্ণ ভাষায় গালাগালি শুরু করেন। তার সঙ্গে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের একজন গালাগালিতে শরিক হন। এই রকম একটি ঘটনা প্রমাণ করে যে, ডাল মে কুচ কলা হ্যায়। প্রতিবেদনে লেখা হয়েছে, কোনও কারণ ছাড়াই আতউর রহমান এই কা- ঘটিয়েছেন। কিন্তু অভিজ্ঞ মহলের ধারণা এর পেছনে দিরাই শাল্লার রাজনীতিতে বিখ্যাত রাজাকার আব্দুল খালেকের পারিবারিক প্রভাব প্রতিপত্তি সমুন্নত রাখার কার্যক্রমের সঙ্গে একটি গভীর যোগাযোগ আছে এবং আতউর রহমান ব্যক্তিগতভাবে সে-দেশদ্রোহী কার্যক্রমের সঙ্গে ওতপ্রোত। যা প্রমাণ করে যে, কোনও কোনও মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সম্পূর্ণ বিযুক্ত হয়ে পেড়েছেন। যদি তা না হয় তবে আতাউর রহমানকে সুস্থ মানুষ বলা সঙ্গত হবে না, তাঁর যথাবিহিত চিকিৎসা দরকার।
আপাতত বিষয়টিকে নিয়ে আর টোনাহেঁচড়া না করে কেবল বলতে চাই যে, প্রশাসনের উচিত এই রকম মুক্তিযুদ্ধবিরোধী ও রাজাকারবান্ধব মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, কারণ এরা কোনও যুক্তিতেই মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান পাওয়ার যোগ্য নয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!