বিশেষ প্রতিনিধি::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের সুধীসমাবেশে জেলা আওয়ামী লীগের সমালোচনায় মুখর হয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
শনিবার বিকেলে সুধী সমাবেশে হাজারো সুধী জনতার সামনে তিনি তার বক্তব্যে বলেন, সারাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে আন্দোলন হচ্ছে। আমাদের জেলায়ও আমাদের সবগুলো অঙ্গসংগঠন প্রতিবাদ করেছে। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নীরবতা পালন করছেন। তিনি বলেন, তারা ঢাকায় বসে মনোনয়ন বাণিজ্যের চিন্তা করছেন। কোন প্রার্থীর কাছ থেকে কত টাকা নেওয়া যায় সেই চিন্তা করছেন।
নূরুল হুদা মুকুট তার বক্তব্যে আরো বলেন এর আগেও তারা মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছেন। সাদা গাড়ি কিনেছেন। তাই এমন প্রেসিডেন্ট সেক্রেটারির অপসারণ চাই।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা ঐতিহ্যবাহী এই সংগঠনের জন্য যোগ্য নেতা বাছাই করুন। যারা জেলা আওয়ামী লীগকে শক্ত ও দায়িত্বশীল করতে পারবে। দুর্নীতিতে নিমজ্জিত এই কমিটির সভাপতি-সেক্রেটারির বদলে একটা শক্তিশালী কমিটি চাই আমরা।
জেলা এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, আওয়ামী লীগের দায়িত্বশীল নেতা হয়ে নূরুল হুদা মুকুট সাহেব সুধীসমাবেশে যে আপত্তিকর বক্তব্য দিয়েছেন আমরা তার নিন্দা জানাই। জেলা আওয়ামী লীগ এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিয়ে নিন্দা জানাবে।