1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:৫৩ পূর্বাহ্ন

সোমবার থেকে আমেরিকায় করোনার টিকা শুরু হচ্ছে

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০, ৫.০২ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৬৫ লাখ ৪৯ হাজার ৩৬৬ জন মানুষের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩ লাখ ৫ হাজার ৮২ জনের।

এমন অবস্থায় জরুরি ব্যবহারের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেয় দেশটির কর্তৃপক্ষ। অনুমোদনের পর আগামীকাল সোমবার থেকে দেশটিতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে।

বিবিসি জানিয়েছে, এই সপ্তাহে ফাইজার/বায়োএনটেকের তিন মিলিয়ন ডোজ ভ্যাকসিন দেওয়া হবে।
ফাইজার জানিয়েছে, তাদের ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর। ব্রিটেনে সেটি অনুমোদন পাওয়ার পর যুক্তরাষ্ট্রে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকেও ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে গত শনিবার রেকর্ড ৩ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও দিনে দিনে বাড়ছে।

এর আগে রাশিয়া ভ্যাকসিনের অনুমোদন দিলেও সেটি মানেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিশ্বের অধিকাংশ দেশ। কারণ ওই সময় রাশিয়ান টিকার তৃতীয় ধাপের ট্রায়ালের ফলাফল জানা ছিল না।

এখনও পর্যন্ত ছয়টি দেশে ৪৩ হাজার ৫০০ জনের শরীরে ফাইজার ও বায়োএনটেক টিকার কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে এবং এটিকে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!