স্টাফ রিপোর্টার::
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ ডিসেম্বর সোমবার দুপুরে শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্বে করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান। বাংলা বিভাগের প্রভাষক মো. ফজলুল হক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক ও সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জামাল হোসেন, গভর্নিং বডির সদস্য মো. সামছুল হক, প্রভাষক মো. মেহেদী হাসান, প্রভাষক উম্মে নুসরাত সুলতানা, প্রভাষক মো. সোহেল মিয়া, প্রভাষক সালেহ আহমদ, ক্রীড়া শিক্ষক দিলীপ কুমার দাশ ও হিসাবরক্ষক মো. নূর উদ্দিন।
সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজিনুর রহমান তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ সময়ের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের দোসররা বাংলাদেশকে মেধাশুন্য করার জন্য পরিকল্পিতভাবে দেশের সূর্যসন্তান উচ্চ শিক্ষিত জ্ঞানী- গুণী, দার্শনিক- মুক্তবুদ্ধিসম্পন্ন বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চেয়েছিল। এ বর্বরোচিত হত্যাযজ্ঞ ও স্বাধীনতার সুবর্নজয়ন্তী আমরা অতিক্রম করতে যাচ্ছি, কিন্তু মুক্তিযুদ্ধে ঠিক কতজন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন আজ পর্যন্ত তার সঠিক তালিকা ও হিসাব হয়নি। তাই শহীদ বুদ্ধিজীবীদের সঠিক তালিকা প্রণয়ন ও তাদের সম্পদ রক্ষাসহ যথাযথ সম্মান নিশ্চিত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষে সরকারের নিকট জোড় দাবি জানান তিনি।