হাওর ডেস্ক::
সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে গুগলের সেবায়। শুধু গুগল নয়, সেইসঙ্গে গুগলের পরিসেবা জিমেইল ও ইউটিউবও ঠিকমত কাজ করা বন্ধ করে দিয়েছে। হঠাৎ এ সব পরিষেবা বন্ধ হয়ে যায়। এর কারণে সমস্যায় পড়েছেন অসংখ্য ব্যবহারকারী।
ডাউন ডিটেকটর ওয়েবসাইটে দেখা যাচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আজ সোমবার বিকেল ৪টা থেকে এই সমস্যা শুরু হয়েছে। গুগল ড্রাইভ, হ্যাংআউটস, মিট, প্লে, ডুয়ো-সহ গুগলের প্রায় সব পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে তারা।
জিমেইলে লগইন করতে গেলে বলা হচ্ছে, আমরা দুঃখিত, সাময়িকভাবে আপনার অ্যাকাউন্ট পাওয়া যাচ্ছে না। অসুবিধার জন্য আমরা ক্ষমা চাইছি এবং কয়েক মিনিট পর আবারও চেষ্টা করার পরামর্শ দিচ্ছি। পরিষেবার বর্তমান অবস্থা জানতে জি স্যুইট স্ট্যাটাস ড্যাশবোর্ড দেখতে পারেন। একইভাবে ইউটিউব খোলার ক্ষেত্রে সমস্যার মুখে পড়েছে ব্যবহারকারীরা। তাতে দেখানো হচ্ছে, কিছু ভুল হয়েছে। গুগল ডকসেও একই সমস্যা হচ্ছে। অধিকাংশ ব্যবহারকারীদের মেসেজ দেওয়া হচ্ছে, সমস্যার মুখে পড়েছে গুগল ডকস।
তবে এখনো পর্যন্ত গুগলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এই বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।