স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। মঙ্গলবার দুপুর ২ টায় সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের কালনার হাওরে বাঁধের কাজের উদ্বোধনের মধ্য দিয়ে এই বছরের বাঁধ নির্মাণ ও মেরামত কাজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নিবার্হী প্রকৌশলী মো. মাহবুব আলম, সদর উপজেলা নিবার্হী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী মো. সবিবুর রহমান জানালেন, এই বছর পুরো জেলায় ১ হাজার কিলোমিটার বাঁধ নির্মাণের করা লাগবে। ইতিমধ্যে সাড়ে আটশ কিলোমিটার বাঁধের জরিপ কাজ সম্পন্ন করেছেন তাঁরা। জরিপের কাজ আগামী ৩- ৪ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বললেন, হাওরাঞ্চলে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হলো। এই প্রকল্পের মেয়াদকাল নীতিমালা অনুযায়ী শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।